মালদা

প্রধান শিক্ষককে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা

শিক্ষকদের সঠিক সময়য়ে স্কুল না আসা ও মিডেমিল ঠিক মতো না দেওয়ার প্রতিবাদে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাল অভিভাবকেরা। মালদা শহরের গোপালনগর প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। কিন্তু তারা ঠিক মতো স্কুলে আসে না, আসলেও সময় মতো নয় এবং পঠন পাঠনও ঠিক মতো করাই না। তাছাড়া মিডেমিলও ঠিক মতো দেওয়া হয় না ছাত্রদের। ফলে স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে। তাই এরই প্রতিবাদে বৃহস্পতিবার প্রধান শিক্ষককে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এদিন এক অভিভাবক বলেন শিক্ষক ঠিক মতো স্কুলে আসে না, পড়া লেখা ঠিক মতো হচ্ছে না, মিডেমিলও ঠিক মতো দেয় না। প্রায় অভুক্ত অবস্থায় ছাত্রদের বাড়ি ফিরতে হয়। তাই এদিন তারা প্রধান শিক্ষককে তালা মেরে বিক্ষোভ দেখায়।